
চন্দনাইশ প্রতিনিধি ঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও গীতা শিক্ষা কমিটির উদ্যোগে, আশীষ চন্দ্র দে এর সার্বিক সহযোগিতায় আসন্ন শারদীয় দূর্গা পূজা ও শুভ মহালয়া উপলক্ষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা গত ২৫ সেপ্টেম্বর রবিবার বিকালে দোহাজারী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়।
দোহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক নাছরীন আক্তার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্ত্তী, প্রধান বক্তা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, বিশেষ অতিথি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম, দোহাজারী জন্মাষ্টমী ও গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী।
বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন গীতা শিক্ষা কমিটির সভাপতি বাবলা দত্ত, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এরশাদুল রহমান সুমন, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের পৃষ্ঠপোষক আশীষ চন্দ্র দে, গীতা শিক্ষা কমিটি সহ সভাপতি রুপন ধর, দীলিপ দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভবতোষ শীল, যদু নাথ,পঙ্কজ নাথ, পাইলট নাথ, প্রিয় নাথ, তন্ময় নাথ প্রমুখ।