
গত ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষনা সমিতির ১৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর জহর লাল হাজারী, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমৎ স্বামী তাপসানন্দ পুরী মহারাজ।
এ সময় প্রধান অতিথি বলেন, দেশ, মানবতা এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতির কর্মকতা সদস্যরা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্যোতিষ শাস্ত্র আমাদের জীবনে অনেক অনেক ভুমিকা রাখে।শাস্ত্র বিধি মেনে আমরা পরিচালিত হয়।প্রতিদিন চট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং ফেসবুক, ইন্টারনেট ইত্যাদি মাধ্যমে ধর্ম, শাস্ত্র মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে যার কারনে সমাজের, দেশের এবং সকলের কল্যাণ হচ্ছে। জ্যোতিষ শাস্ত্র একটি বিজ্ঞান।
সমিতির সভাপতি ড.পণ্ডিত রাজ কুমার আচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক জ্যোতিষ গবেষক শ্রী রাধেশ্যাম আচার্য্য আশিক। দপ্তর সম্পাদক পণ্ডিত শ্রী প্রান্ত আচার্য্য’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জ্যোতিষ মহাপাধ্যায় শ্রী রাজীব আচার্য্য, উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক জ্যোতিষী শ্রী পূর্ণচন্দ্র আচার্য্য, ধর্ম বিষয়ক সম্পাদক জ্যোতিষী শ্রী জয়ন্ত আচার্য্য, প্রমুখ