
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে ১হাজার ১০০ পিচ ইয়াবা, ৪ হাজার বিদেশী সিগারেট সহ ২ জন, পরোয়ানাভুক্ত আসামি ৩ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ কুমিল্লা, দেবিদ্বার, জাফরগঞ্জ এলাকার সোহাগ সরকার (২৮), ৪ হাজার পিস বিদেশী সিগারেট সহ সাতকানিয়া ছদহা এলাকার মো. হাছান উদ্দিন(৩৩), অপর অভিযানে পরোয়ানাভুক্ত আসামি চন্দনাইশ দোহাজারী পৌরসভা এলাকার আব্বাস উদ্দিন প্রঃ মনা(৫২), নুরে আলম(২৬), নাঈমকে(১৯) গ্রেফতার করে।
চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ ( ওসি ) আনোয়ার হোসেন বলেন, মাদকসহ গ্রেফতার ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে গতকাল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।