
চদনাইশ প্রতিনিধিঃ
বাংলাদশ পূজা উদযাপন পরিষদ চদনাইশ উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা গত ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলার সূচিয়া রাধামাধব সেবাশ্রম (ঝুলন বাড়ী)’ত অনুষ্টিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল জব্বার চৌধুরী।
সংগঠনের সভাপতি বলরাম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধক ছিলন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চদনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরুপ রতন চক্রবর্ত্তী, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সন্তোষ কুমার দেব, রাধামাধব সেবাশ্রমের সাধারণ সম্পাদক দোলন দেব।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্ত্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, সাবেক সভাপতি লায়ন ডাঃ কাজল কান্তি বৈদ্য, সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়া ভব শংকর ধর, সাবেক সহ সভাপতি বিকাশ চদ্র দে, জাতীয় গীতা পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যপদ তালুকদার বাবলা, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপক ঘোষ, সাংগঠনিক সম্পাদক বাবলু দাশ, প্রকাশনা সম্পাদক গোপাল কৃষ্ণ ঘোষ, রুপন সুশীল, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক সুবল দেব, দপ্তর সম্পাদক সৌরভ দাশ শুভ্র, বরকল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত ব্যানার্জী, সাধারণ সম্পাদক প্রিয়ব্রত গোস্বামী তনু, শিমুল পাল প্রমুখ।