
চন্দনাইশ প্রতিনিধিঃ পরমশ্বের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে দিয়াকুল ভদ্রকালী মায়ের মন্দিরে ১৯ আগষ্ট সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোহাজারী পৌরসভা শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার বাবলা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুভ উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্ত্তী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার অরুণ কান্তি দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, দোহাজারী গীতা শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার বিমল কান্তি সেন।
দোহাজারী গীতা শিক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক বাবলু সুশীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ভবতোষ সুশীল, প্রচার সম্পাদক যর্দু কান্তি নাথ, শিখা চৌধুরী প্রমুখ।