
যখন ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলাম
অনেকের তীর্যক বাক্য হজম করতে হয়েছে নানা কারনে
বিশেষ করে কতিপয় সাংবাদিক নামক এক গোষ্ঠীর
এদের মধ্যে কেউ কেউ আবার বাপের আগে ………………
তেমনি একজন সব ধান্দাবাজির প্রোগ্রাম করতো
আর হাকিম চত্বরে আড্ডা বসাইয়া আমার গোষ্ঠী উদ্ধার করতো
আমার সাথে হঠাৎ কোথাও দেখা হলেই ঠেস মেরে কথা বলতো
একদিন রীতিমতো চার্জ করে বলে বসলো তাকে কেনো
গেষ্ট করা হয়না ছাত্রলীগের আলোচনা সভায়
আমিও তার কথার সুন্দর করে জবাব দিয়েছিলাম
আর আজেবাজে কথা তারা বলতো মনের মাধুরী মিশিয়ে
এ্যানীওয়ে কথাগুলো বললাম এই কারনে যে
বাটপার সবসময় বাটপারই থাকে
বাটপার সবকিছু নিয়েই বাটপারি করে
আর তাদের পিছন থাইকা সাহস জোগায়
কিছু নেতা নামধারী আবর্জনার কীট
যারা কিছু সাংবাদিক পালে সবসময়
তাদের অপছন্দের ব্যক্তিদের নামে ভূয়া নিউজ করানোর জন্য
এমনকি সেসব সাংবাদিকদের পা থেকে মাথা পর্যন্ত
খরচ যোগায় সেসব ক্লিন ইমেজধারী নেতারা
এবং সেইসব নেতাদের প্রশ্রয়ে তারা বিরাটভাবে অপকর্ম করে
এবং তাদের অপকর্ম কখনও খবরে আসেনা
কারন তারা সাংবাদিক
নাজমুল হাসান নামে সাংবাদিক যে কাজটি করে ধরা পড়েছে
এটি যদি ছাত্রলীগের কেউ করতো
তাহলে এতোদিন কলম চলতো দূর্বার গতিতে
শুধু নাজমুল হাসানই না এরকম আরো অনেকেই
আছে যারা ২০/২৫ হাজার টাকা বেতন পেয়ে ১/২ লাখ টাকা
খরচ করে প্রতি মাসে মাসে
এমনকি অনেকে সাংবাদিক থেকে
শিল্প উদ্যোক্তা বনে গেছে
ব্যাংকের মাধ্যমে
এবং এরা ছাত্রজীবনে কখনোই
ছাত্রলীগের আদর্শ ধারন করেনি ।
ব্যতিক্রমও আছে আবার
উদাহরন হিসেব দৈনিক জনকন্ঠের উত্তম দা আর সমকালের শাহেদ চৌধুরী যাদের এখনও নুন আনতে পান্তা ফুড়াই ।
অথচ সমসাময়িক সাংবাদিকদের মধ্যে সবচাইতে বিত্তশালী থাকার কথা ছিলো এ দুইজনের কিন্তু তাদের হাঁটুর সমান বয়স যাদের তারা তাদের সামনে দিয়ে দাপিয়ে বেড়ায় ।
বিড়ালের গলায় কাউকে না কাউকে ঘন্টি বাঁধতে হয়
সেই ঘন্টি বাঁধার তিক্ত অভিজ্ঞতা আমার আছে
তবে অচিরেই কিছু নেতা নামধারী সুশীলের মুখোশ
উন্মোচন করে ঘন্টিবাধার উপসংহার টানবো
আরেকটা কথা শারমিন আপার বিল ছিলো কয়েকলক্ষ টাকার
তা আবার অপরিশোধিত কিন্তু নাজমুল হাসান কিন্তু ২০ কোটি লইয়া লইছে । ২০ লাখ না কিন্তু ২০ কোটি । ১০০ লাখে কিন্তু ১ কোটি হয় । না মানে অনেকে তো আবার হিসেব আউলায়ে ফেলবেন ।
সাংবাদিক ব্যবহার করে যারা সুশীল সেজে বসে আছেন
তাদের চ্যালঞ্জ দিয়ে বলছি আপনাদের প্রত্যেকটি অপকর্মের
জবাব আপনাদের দিতে হবেই ।
নো ওয়ে ………..
প্রত্যেকটি অপপ্রচারের হিসাব নিবোই নিবো
টুডে ওর টুমোরো
এবং করজোরে মিনতি করাবো
যা করেছেন ভূল করেছেন
মস্ত বড় ভূল করেছেন
সিদ্দিকি নাজমুল আলম
leave your comments