
লামা উপজেলা প্রতিনিধি
বান্দরবান জেলার লামার আজিজনগরে ২০ লিটার মদ সহ নারী মাদক ব্যবসায়ী আটক। শুক্রবার (২১ আগস্ট ২০২০ইং) বিকেল সাড়ে ৫টায় স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে পুলিশ।
জানা যায়, সে প্রায় সময় বিভিন্ন ছদ্মবেশে আজিজনগর হতে দেশীয় চোলাই মদ পাচার করে। শুক্রবার বিকেলে কৌশলে মদ পাচারের সময় তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী ছেংমামে রাখাইন (৩০) কক্সবাজার সদরের টেকপাড়া বার্মিজ মার্কেটের এলাইন মার্মার স্ত্রী। তাহার আগের বাড়ি হারবাং রাখাইন পাড়ায় বলে জানা যায়।
ধৃত মাদক ব্যবসায়ীকে লামা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে আজিজনগর ফাঁড়ির পুলিশ। লামা থানার সূত্রে জানা যায় আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে।
leave your comments