
চন্দনাইশ প্রতিনিধিঃ
জনশুমারি ও গৃহগলনা ২০২২ উপলক্ষে সুপারভাইজার ও গণনাকারীদের ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রবিবার(১২জুন) উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে হলরুমে জনশুমারি ও গৃহগলনা ২০২২ উপলক্ষে ১ম ও ২য় ব্যাচ সুপারভাইজার ও গণনাকারীদের ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষনে দায়িত্ব পালন করেন চন্দনাইশ উপজেলা পরিসংখ্যান সমস্বয়কারী কাজী নজরুল ইসলাম, জোনাল অফিসার ও প্রশিক্ষক মোঃ জাফর সাদেক, আইসিটি সুপারভাইজার সাখাওয়াত হোসেন শুভ প্রমূখ। চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জোন ৪এর জোনাল অফিসারের অধিনে সুপারভাইজার ১৭ জন ৯৩ জন গণনাকারীসহ ১১০ জন দায়িত্ব পালন করবেন। আগামী ১৪ জুন রাত ১২টা হতে ভোর ৬টা পর্যন্ত সময়টাকে শুমারি রাত নির্বাচন করে ১৫-২১ জুন পর্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণনাকারীগন ডিজিটাল পদ্ধতিতে ট্যাব এর মাধ্যেমে জনশুমারি ও গৃহগননার তথ্য সংগ্রহ কাজ করবে।