
চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড হাজারী বাড়ি সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে ৪টি বাড়ি ভষ্মীভূত হয়েছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয় বলে জানা যায়।
আজ ৬ জুন রাত ৮টার সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, হাজারী বাড়ি সংলগ্ন এলাকার মাষ্টার অরুণ দত্তের বাড়িতে হঠাৎ আগুনের সুত্রপাত হয়। এসময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে মুহুর্তেই ৪ জনের বাড়ি গ্রাস করে নেয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন মাষ্টার অরুণ দত্ত, বরুণ দত্ত, কিরণ দত্ত ও দিপ্তী দত্ত।
অগ্নিকান্ডের সময় পরিবারের সদস্যরা এক কাপড়ে বাড়ি থেকে বের হতে পারলেও মালামাল বের করা সম্ভব হয়নি। ফলে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানা যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে সাতকানিয়া দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চন্দনাইশের দমকল বাহিনীর আসলেও রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় মরহুম আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান বাড়ির সামনে থেকে গঠনাস্হলে যেতে পারে নাই।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা সবকিছু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নীচে দিনাতিপাত করছেন।