
মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
ভয়াবহ আগুনে পুড়ে গেছে বান্দরবানের পূরবী বার্মিজ মার্কেট।
শুক্রবার (২১ আগস্ট) বিকালে পূরবী বার্মিজ মার্কেটের ভেতরে থাকা দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মার্কেটের ভেতরের প্রায় ২৫টির মতো দোকান পুড়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের বান্দরবান সদর দুটি ইউনিট অনেক চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনায় মার্কেটের ২৫টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ এখনেও বলা যাচ্ছে না।’ অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য বাবু কাজল কান্তি দাশ প্রমুখ।
leave your comments