
চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ডের দুলার মার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা।
গত ২৪ মে সন্ধ্যা ৭টার দিকে দুলার মার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় আবদুল মালেক, আবদুল খালেক, আবদুল মান্নান ও এনামুল হকের বসতবাড়ি পুড়ে যায়। আগুনে এসব বাড়িতে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, মুল্যবান কাগজপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।
অগ্নিকান্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকান্ডে আবদুল মান্নানের বাড়িতে রক্ষিত নগদ ২ লাখ টাকা এবং আবদুল মালেকের ১ লাখ টাকাও পুড়ে যায়। চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহ আলম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহ আলম খান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টাকালব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।
অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ বসতবাড়ি গুলো পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, তিনি নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন।