
চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশের খ্যাতিমান শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ – সভাপতি আবদুল ওয়াহেদ মাস্টার এর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত ২১ মে বিদ্যালয় হল রুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
খানদীঘি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল জব্বার চৌধুরী, বিশেষ আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু , প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী , চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, বেলাল হোসেন মিঠু ও হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাবুবুল আলম বাবুল। বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য নাজিম উদ্দীন, সেলিনা আকতার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
বিকাশ চন্দ্র দে’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আনোয়ার মেম্বার, যুবলীগ নেতা আবদুর রহমান, নুরুল আমজাদ চৌধুরী, এড ফোরকান, বদিউল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রবীণ দাশ সুমন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুদ চৌধুরী, সাইফুল ইসলাম তুষার, আবীর হাসান শাহরুক , নুরুল আবছার ফারাবী, ফয়সাল, সাইমন, রিয়াদ ফাহি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মরহুমের সন্তান চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবলী।
প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, চন্দনাইশের জমিনে এক নির্লোভ ত্যাগের মহিমায় উদ্ভাসিত ক্ষনজন্মা মহাপুরুষের নাম শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার । তাঁর কর্মে আলোকিত হয়েছে পুরো চন্দনাইশ ধন্য হয়েছে চন্দনাইশের মাটি। তিনি ছিলেন প্রকৃত অর্থেই একজন দেশপ্রেমিক রাজনীতিক। লোভ লালসা আমিত্ব অহংকার কোন কিছুই তাকে স্পর্শ করতে পারেনি আমৃত্যু সুন্দর সমাজ বিনির্মানে কাজ করে গেছেন , তাঁর অমর সৃষ্টি খানদীঘি হাই স্কুল ও পূর্ব সাতবাড়িয়া প্রাইমারি স্কুল আজ স্বগৌরবে আলো ছড়াচ্ছে। তাঁর মহা কীর্তিময় বনাঢ্য জীবনাদার্শ এ প্রজন্মের জন্য অনুকরণীয়। মরহুম আবদুল ওয়াহেদ মাস্টারের প্রতিষ্ঠিত স্কুল দুটো’র সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।