
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লোহাগাড়া ফুটবল একাদশ চন্দনাইশ ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকালে লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায়, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি। লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে ফাইনাল খেলা উদ্বোধন করেন কক্সবাজার (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন ।
এছাড়াও লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য, যুবলীগ নেতা ইনজামামুল হক যুবরাজসহ লোহাগাড়ার নয় ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন।