
চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অলোচনা সভা অনুষ্টিত হয়। গতকাল ৭ই মার্চ সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর ভাষণ এর পরপরই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক। উপজেলা তথ্য অফিসার শাপলা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার রাসেল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, নির্বাচন অফিসার মিনহাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, পরিসংখ্যান অফিসার আলমগীর ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ।