
জনি আচার্য্য..
ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৫ শে ফেব্রুয়ারি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হল রুমে পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক নন্দ দুলাল গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের প্রভাষক তানিয়া আলম।
বিকাল ৪ টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। এবং ৪.৩০ মিনিটে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ৫ টায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ছন্দানন্দের শিক্ষার্থীদের শ্রুতিমধুর কন্ঠস্বরে মুগ্ধ হন অনুষ্ঠানে অংশগ্রহণ করা দর্শক। রবীন্দ্র, নজরুল পল্লী গীতি সহ নানা আধুনিক গানের সম্মিলনে মুখরিত হয়ে উঠে থিয়েটার হল। গানের পাশাপাশি কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন ছন্দানন্দের একঝাঁক তরুনী।
প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথি প্রভাষক তানিয়া আলম বলেন,
এই মাসটা ভাষা শহীদদের আত্নত্যাগের মাস
২১ শে ফেব্রুয়ারি আমাদের অনুভূতির নাম ।
রফিক, সালাম, বরকত ও আরো নাম না জানা শহিদদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা ফিরে পেয়েছি । সেই চেতনাকে ধারণ করে দেশের সাংস্কৃতিক অঙ্গনে সামাজিক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে কল্পভিশন সেটিকে বাস্তবায়ন করতে হলে এধরণের সংগঠনগুলোর ভূমিকা রয়েছে । দেশের তরুণ-তরুণী প্রজন্মকে ভুল পথ থেকে সরিয়ে আনতে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে তাঁদেরকে সম্পৃক্ত করতে সকলের প্রতি আহবান জানান তিনি ।