
জনি আচার্য্য,
চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট এলাকার হাসিনাপাড়া গ্রামে গত ৮ ফেব্রুয়ারি পিকআপ চাপায় নিহত হয় ৫ ভাই। আহত অবস্থায় জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রক্তিম।
গত ১১ ফেব্রুয়ারি শুক্রবার নিহত ভাইদের স্মরণে বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। আর দুর্ঘটনায় আহত রক্তিম জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে।
সর্বশেষ আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবশেষে মৃত্যুবরণ করেন।