
রাজু দাশ, চকরিয়া।
কক্সবাজারের চকরিয়ায় সেচ প্রকল্পের ড্রেনের পানিতে ডুবে আব্দুর রহমান আসাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বকাকারা পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে। আসাদ ওই এলাকার প্রবাসী মো. আবদুস শুকুর মুসার ছেলে।
আসাদের চাচা আলী আকবর সওদাগর জানান, বাড়িভিটের ভেতর দিয়ে সেচ প্রকল্পের ড্রেন করা হয়েছে। অনেক বাধা দেওয়ার পরও তারা মানেননি। তাই এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী উন্মুক্ত ড্রেনে স্ল্যাব বসানোর দাবিতে মানববন্ধন করেন।
স্থানীয়রা জানান, বাড়ীর সামনে সেচ প্রকল্পের ড্রেন রয়েছে খেলার ছলে পরিবারের সদস্যদের দৃষ্টির অগোচরে ড্রেনে পড়ে যায় আসাদ আর সেখানেই সে মৃত্যু বরণ করে। বছর দুয়েক আগেও একই পরিবারে মো: আব্দুল্লাহ একইভাবে ড্রেনের পানিতে পড়ে মারা যায়। এর পরে সেচ ড্রেন বন্ধ করে দিতে বললেও কতৃপক্ষ মানেননি। তাই আবারও এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য আবু নাঈম রমি বলেন শাহ ওমর সেচ প্রকল্প বসতবাড়ি ভিতর দিয়ে ড্রেন নির্মাণ করেন কোন ধরনের নিয়ম না মেনে। গত কয়েক বছরে এই সেচ প্রকল্পে ৫ শিশু তীব্র স্রোতে ড্রেনের পানি ডুবে মৃত্যু হয়েছে। এ প্রকল্পের গাফিলতির কারণে সেচ প্রকল্প বর্তমানে মৃত্যুকূপে পরিণত হয়েছে। এ প্রকল্পের কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত ড্রেনের মধ্যে স্ল্যাব বসানো জন্য জোড় দাবি জানাচ্ছি।