
চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। চট্টগ্রাম জেলার চন্দনাইশে মো. আব্দুল ছফুর (৩০) নামে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক
পলাতক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মো. আব্দুল ছফুর চন্দনাইশ উপজেলার হামজার পাড়া হাজারী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।