
চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়ায় নির্বাচনী সহিংসতায় শিশু তাসিব নিহতের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।গ্রেপ্তার আসামির নাম মো. এমরান। তার বাড়ি সুনামগঞ্জের ছাতকে হলেও থাকতো চট্টগ্রামের ডবলমুরিং এলাকায়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, শনিবার রাতে ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকাতেই ভাড়া বাসায় থাকতো। রোববার তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
বাজালিয়া ও নলুয়ায় নির্বাচনী সহিংসতায় শিশুসহ দুজন নিহতের ঘটনায় থানায় দায়ের হওয়া পৃথক মামলায় দুই বহিরাগতসহ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।