
চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় নাসির উদ্দিন চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার নাসির বাজালিয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ফজল কবিরের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, বাজালিয়ায় নির্বাচনী সহিংসতার জেরে নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় নাসির নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় আরও একজন নিহত এরআগে গত ৭ ফেব্রুয়ারি বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও বিদ্রোহী প্রার্থী শহীদুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল শুক্কুর। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় নিহতের ভাই মো. জুয়েল বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।
শুক্কুর চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় বসবাস করতেন। শুক্করকে নিজের সমর্থক বলে দাবি করেছেন নৌকার প্রার্থী তাপস কান্তি দত্ত।