
সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গত ৭ ই ফেব্রুয়ারি শেষ হলো সপ্তম ধাপের ইউপি নির্বাচন। নির্বাচনী ফরম জমার দিন থেকে ধাপে ধাপে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে। প্রতিনিয়ত পাড়া মহল্লা চায়ের দোকানে তর্কযুদ্ধ ছিলো নিত্যদিনের সঙ্গী।
অবশেষে ভোট যুদ্ধের দিন নলুয়া ইউনিয়নে মোঃ তাসিফ নিহত ও প্রিয়তোষ তালুকদার নামে একজন গুরুতর আহত হয় এবং বাজালিয়া ইউনিয়নের আবদু শুক্কুর নামে আরো একজন নিহত হয়। খাগড়িয়া দুই পক্ষের মধ্যে চলেছে তুমুল বন্দুকযুদ্ধ তবে কেউ হতাহত হয়নি। স্থগিত করা হয় চারটি ভোটকেন্দ্র।
অন্যদিকে নলুয়া ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদপ্রার্থী শান্তা ভট্টাচার্য্য’কে নিয়ে এলাকায় শুরু হয়েছে সমালোচনা ঝড়।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সংরক্ষিত আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ৩ নং ওয়ার্ডের আন্না আচার্য্য( মাইক মার্কা), ১ নং ওয়ার্ডের রেহেনা আকতার (সূর্যমুখী ফুল), ও ২ নং ওয়ার্ডের শান্তা ভট্টাচার্য্য (বই মার্কা)।
ভোটের দিন ভোট গণনা শেষে মাইক মার্কা প্রতীকে ভোট সংগ্রহ হয়- ১১২৩, সূর্যমুখী ৮৪৯, বই ১১৩১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়।
হঠাৎ এলাকাবাসী অভিযোগ তুলেন, বাশঁখালীর ভোটার শান্তা ভট্টাচার্য্য নলুয়া ইউনিয়ন পরিষদের কিভাবে মনোনয়ন বৈধতা পেল আর কিভাবে মহিলা মেম্বার নির্বাচিত হলো সেইতো নলুয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড এলাকার ভোটার নয়। তিনি নাকি বাশঁখালী উপজেলার ভোটার এমনকি নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে পারেননি।
অভিযোগের ভিত্তিতে বাঁশখালী ভোটার তালিকা পর্যবেক্ষণ করে এলাকাবাসীর কথা সত্যি প্রমানিত হয়। নির্বাচিত প্রার্থী বাঁশখালী উপজেলার ভোটার যাহার, ভোটার সিরিয়াল নং- ০০৮৮..নাম- শান্তা ভট্টাচার্য্য, ভোটার নংঃ ১৫২৭৮১৩৪১৩৫৮..পিতাঃ অজয় কিশোর ভট্টাচার্য্য…মাতা- নিভা ভট্টাচার্য্য… উত্তর জলদি, ব্রাহ্মন পাড়া, বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত আছেন।
পরবর্তীতে নলুয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ভোটার তালিকা যাচাই করে কোথাও শান্তা ভট্টাচার্য্য নামে কোন ভোটার পাওয়া যায়নি।
এদিকে নলুয়া ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী আন্না আচার্য্য এই বিষয়ে কিছু জানে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না যখন নির্বাচনী প্রচারণায় ২ নং ওয়ার্ডে উপস্থিত হই তখন এলাকার কিছু মহিলা আমাকে বিষয়টি জানায়। সঠিক তথ্য হাতে ছিলোনা বিধায় এই বিষয়ে আর চিন্তা করিনি।
শান্তা ভট্টাচার্য্য’র সাথে যোগাযোগ করলে তিনি জানায়, আমি আমার জাতীয় পরিচয়পত্র সাতকানিয়া ট্রান্সফারের জন্য আবেদন করেছি এবং ইতিমধ্যে সেটা ট্রান্সফার সফল হয়েছে সেইজন্য আমার মনোনয়ন ফরম বাতিল হয়নি।তাহলে ভোটার তালিকায় আপনার নাম এখনো আসেনি কেন জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
ইউনিয়ন পরিষদ আইন সূত্রে জানা যায়,
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) ষষ্ঠ অধ্যায় পরিষদের সদস্যগণের যোগ্যতা ও অযোগ্যতা প্রসঙ্গে উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে পরিষদের চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচিত হইবার যোগ্য হইবেন, যদি (ঘ)সংরক্ষিত মহিলা আসনের সদস্যসহ অন্যান্য সদস্যদের ক্ষেত্রে, সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার তালিকায় তাঁহার নাম লিপিবদ্ধ থাকে
এ বিষয়ে জানতে চাইলে নলুয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ভোটার তালিকায় ওনার নাম আছে, নাম নেই কে বলেছে, যখন বলা হলো ভোটার তালিকা হাতে নিয়ে আপনাকে কল করেছি তখন বললো ঢাকা থেকে সার্ভার কপি নিয়েছি, হয়তোবা তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
বিস্তারিত বিষয় জানতে উপজেলা নির্বাচন কমিশনার অফিসে যোগাযোগ করলে তিনি বলেন, এটা রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই করে বৈধতা দিয়েছে। তারপরেও কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।