
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় র্যাব -১৫ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা সহ ১ জন কে আটক করেছে।
গত ৭ ফেব্রুয়ারি রাতে র্যাব -১৫ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গিখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ১ জন কে আটক করা হয়।
সে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী, ৭ নং ওয়ার্ড, এলাকার পশ্চিমপাড়া পিতা মৃত কবির আহম্মদ, পুত্র বেলাল উদ্দিন(৩৮), মাতা- মনতাজ বেগম ,তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশী করে ৪ রাউন্ড গোলাবারুদসহ ১ টি দেশীয় অস্ত্র ও ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিন জানান, ধৃত আসামী মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবত অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।