
আসন্ন ৭ ই ফেব্রুয়ারি ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি সকাল ১১ টায় সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তোজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ পরিচালক বদিউল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র,সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল।
এসময় সাতকানিয়া উপজেলার সকল ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।