
চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার বৈলতলী ও বরমাতে নৌকার ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ প্রার্থীকে ৪ হাজার ৬’শ টাকা জরিমানা করেছেন নিবার্হীম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
আজ ৩০ ডিসেম্বর চন্দনাইশ উপজেলার বৈলতলী ও বরমা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ব্যানার টাঙ্গানো ও সাইজ বড় করার অপরাধে নির্বাচন বিধিমালার ৮ ধারা মতে বৈলতলীর নৌকার প্রার্থী এস.এম সায়েমকে ১ হাজার, বরমার নৌকার প্রার্থী নুরুল ইসলামকে ৫’শ,বিদ্রোহী প্রার্থী খেরশেদুল আলম টিটু (ঘোড়া) কে ১ হাজার, বরকলের মেম্বার প্রার্থী যথাক্রমে- সাদেক হোসেনকে ৫’শ, মুছা মিয়াকে ৫’শ, ধুমপান করার অপরাধে পথচারী জাফর আহমদকে ১’শ টাকাসহ ৪ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করেন।