
চন্দনাইশ প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের বানিজ্যিক উপ শহর দোহাজারী পৌরসভার হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক (২০২১-২০২৪) নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত মার্কেটের দ্বিতীয় তলায় দুইটি বুথে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধীকার প্রয়োগ করেন। সর্বমোট ২১৩ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১১টি পদে ২৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে সভাপতি পদে আনারস প্রতীকে ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ সোলাইমান এবং সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকে ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ওয়াসিম উদ্দীন।
এছাড়া সহ-সভাপতি পদে মোটর সাইকেল প্রতীকে ১২৪ ভোট পেয়ে করিমুল ইসলাম ও টেলিভিশন প্রতীকে ৯৩ ভোট পেয়ে মো. সেলিম জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকে ১২৭ ভোট পেয়ে নাজিম উদ্দীন ও গোলাপ ফুল প্রতীকে ৯৪ ভোট পেয়ে মো. রিয়াদ, অর্থ সম্পাদক পদে টেবিল প্রতীকে ১২৩ ভোট পেয়ে মো. মামুনুল ইসলাম, সহ অর্থ সম্পাদক পদে মই প্রতীকে ৯৬ ভোট পেয়ে জাহেদুল কবির রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাইকেল প্রতীকে ১০৩ ভোট পেয়ে মো. বোরহান উদ্দীন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কুলা প্রতীকে ১০৯ ভোট পেয়ে মো. আবু হানিফ, সহ সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ১২৩ ভোট পেয়ে মো. আনছুর আলী, সাংস্কৃতিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে ১০১ ভোট পেয়ে মোহাম্মদ পেটান আলী , দপ্তর সম্পাদক পদে মোবাইল প্রতীকে ৮৮ ভোট পেয়ে জাফর আহমদ নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বদ্বীতায় বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- সাংগঠনিক সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ ইউসুফ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. ইলিয়াছ, কার্যকরী সদস্য পদে- মো. কলিম উদ্দিন, মো. গিয়াস উদ্দিন মাসুদ, নুরুল আনছার মিন্টু, মো. তারেকুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন। নির্বাচন কমিশনার এক্সিম ব্যাংক দোহাজারী শাখা ব্যবস্থাপক আ.ন.ম নাছির উদ্দীন, আল-আরাফা ইসলামী ব্যাংক দোহাজারী শাখা ব্যবস্থাপক ওসমান ফারুক এবং নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিত চক্রবর্তীর মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহেদুল ইসলাম। সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন শ্যামল কান্তি সুশীল ও মো. শাহাবুদ্দিন। পোলিং অফিসার ছিলেন মো. সাইফুল ইসলাম মজুমদার, নিউটন দে, মাহমুদুল হাসান ও মো. ইলিয়াছ।নির্বাচন পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া। নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন হাজারী টাওয়ারের সত্বাধিকারী মনোজ সিংহ হাজারী, পিযুষ সিংহ হাজারী, এডভোকেট তুষার সিংহ হাজারী, অধ্যাপক দীপক সিংহ হাজারী, দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য মো. শাহ্ আলম, জাহাঙ্গীর আলম, মমতাজ বেগম লিলি, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক জিন্নাত আলী রানা, খান প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুছ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, শামসুদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার হামিদ প্রমূখ। অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান পর্যবেক্ষকসহ ব্যবসায়ী মহল।দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্ব পালন করেন।