
চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্দব সরকার। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা তৃণমূল থেকে খেলোয়াড় তৈরিতে যে পদক্ষেপ গ্রহণ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে দিন দিন এগিয়ে নিয়ে সারাদেশসহ আর্ন্তজাতিক ভাবে স্বীকৃতি অর্জন করে চট্টগ্রাম অঞ্চলসহ বাংলাদেশকে ক্রীড়া জগতে পরিচিত করেছে। সে ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। বিশেষ অতিথি আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন কনফিনেন্স সিমেন্ট কর্তৃপক্ষের আর্থিক সহয়তায় মজিববর্ষ উপলক্ষে আন্তঃ উপজেলা ফুটবল টুনামেন্টের মাধ্যমে খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষন দেয়া হবে। ক্রীড়াঙ্গনে যুব সমাজকে ধাবিত করে মাদক ও খারাপ কাজ থেকে রক্ষা করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে ক্রীড়াকে অগ্রাধিকার দিয়ে খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছেন। এ জন্য সবাইকে সু-সংগঠিত হয়ে ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
উদ্বোধনী খেলায় চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা, সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের কানুন ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নিবার্চিত হয়।
গত ১০ ডিসেম্বর বিকালে মুজিববর্ষ সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃ উপজেলা (অনুর্ধ্ব-১৬) ফুটবল টুনার্মেন্ট’২১ চন্দনাইশ ভেন্যুতে (গাছবাড়ীয়া সরকারী কলেজ মাঠ) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- চট্টগ্রাম সিটি কপোর্রেশনে সাবেক মেয়র, সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক মিরাজুর রহমান, সিজেকেএস’র যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস’র ফুটবল কমিটির সম্পাদক মো. শাহজাহান, শুভেচ্ছা বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, সিজেকেএস’র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ফুটবল কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম লেদু, আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ওসমান গণি রানা, সিজেকেএস’র সদস্য নাছির মিয়া, জিএম হাসান, লায়ন মো. মুছা বাবুল, কাউন্সিলর রুবেল রায়হান, আলী আহসান রাজু, জাফর ইকবাল, সাইফুল আলম খাঁন, নুর নবী লিটন, সাতকানিয়া উপজেলা সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, লোহাগাড়া উপজেলার সাধারণ সম্পাদক সামশুল আলম, বাঁশখালী উপজেলা সাধারণ সম্পাদক জাফর আহমদ, আনোয়ারা উপজেলা সাধারণ সম্পাদক এস.এম আলমগীর চৌধুরী, চন্দনাইশ উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম প্রমূখ।