
সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কালিয়াইশের ১নং ওয়ার্ডে পুরো পরিবার মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে এলাকাবাসী অভিযোগ তোলেছে।
সাতকানিয়ার কালিয়াইশের ১নং ওয়ার্ডের বিওসির মোড়ের পশ্চিম পাশে কাটগড় এলাকায় হোসনে আরা বেগমসহ তার পরিবার মাদক ব্যবসা এবং সেবন কাজে জড়িত বলে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে নিশ্চিত করেন এলাকাবাসী।জানা যায়,হোসনে আরাসহ তার দুই ছেলে পারভেজ,আকাশসহ বেশ কয়েকবার জেলও খেটেছে এই মাদকের অভিযোগে।
তবুও তারা সংশোধন না হয়ে কালিয়াইশের কাটগড় এলাকায় তাদের নিজস্ব বসতিতে প্রকাশ্যে মাদক ব্যবসা ও মাদক সেবনকারীদের আশ্রয় দিয়ে- বেপরোয়া জীবনে অভ্যস্ত হওয়ার ফলে এলাকাবাসী বেশ কয়েকবার তাদেরকে সামাজিক ভাবে দমন করতে ব্যর্থ হয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাতকানিয়া থানায় কয়েক দফা লিখিত অভিযোগ দেয়।
কিন্তু এলাকাবাসী জানান- রহস্যজনক কারণে তারা প্রকাশ্যে মাদক ব্যবসা চালাতে পারে কিসের ইন্ধনে তা আমাদের বোধগম্য নয়।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মোঃশিহাবও বলেন তারা পুরো পরিবারই মাদকের সাথে জড়িত আমরা তাদের আটকপূর্বক আইনগত ব্যবস্থা চাই।হোসনে আরার বাড়িতে মাদক সেবন করতে আসে বিভিন্ন জায়গার লোকজন যেটার ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের অন্তরায়।
প্রয়োজনে আপনি পুরো এলাকা ঘুরেন তদন্ত করেন করেন তারা কি ব্যবসা করে সেটা দেখেন।
ঠিক একই কথা বলেন স্থানীয় চকিদারও তিনিও বলেন তারা আটকও হয় আবার বের হয়ে পূর্বের কাজে লিপ্ত থাকে।
পুরো কালিয়াইশবাসী সাক্ষী তারা যে এই কাজ করে সেটা।
সরেজমিনে গিয়ে দেখা যায় , তারা যে পুরো পরিবার মাদক ব্যবসা করে তার পুরো সাক্ষী এলাকাবাসী এমন কী মাত্র ৭টি ইয়াবা পেয়ে তাকে(হোসনে আরা) গ্রেফতার করে পুলিশ এবং পরে ৮০ হাজার টাকা দিয়ে ছাড় পায় বলে স্বীকারও করেন অভিযুক্ত হোসনে আরা।
তবে তিনি আরো বলেন, এসব আগের কথা বর্তমানে আমার জায়গা খাওয়ার জন্য পুরো এলাকাবাসী জোট বেধেঁছে।আমি আগে গ্রেফতার হলেও বর্তমানে এসবে নেই বলেও আক্ষেপ করে বলেন অভিযুক্ত হোসনে আরা।
এবং তাই পুরো সমাজ আমাকে সমাজচ্যুত করে রাখেন বলেও জানান তিনি।তবে গনমাধ্যমের হাতে এসেছে হোসনে আরার বিরুদ্ধে এলাকাবাসীর গন সাক্ষরের কপি,সাতকানিয়া থানায় দেয়া তার বিরুদ্ধে মাদক রোধে অভিযোগের কপি, পরিষদের চেয়ারম্যান বরাবর দেয়া অভিযোগের কপিসহ আনুষঙ্গিক অপকর্মের কয়েকটি ফুটেজ। এসবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সব ষড়যন্ত্র। এদিকে মাদক নিয়ে ধরা খাওয়ার কথা অকপটে স্বীকার করেন সদ্য জেল থেকে বের হওয়া হোসনে আরার ছেলে আকাশ,সে জানায় আমি টেনশনে মাদক খেতাম বাট বিক্রি করতাম না ওগুলো সহ আমার মাকে নিয়ে ধরা খায়,পরে আমাকে চালান দিলেও আমার মাকে পুলিশ ছেড়ে দেয় ওসব ৫ বছর আগের কথা এখন আমরা ভালো হয়ে বিভিন্ন ব্যবসা করে খুব সুন্দর ভাবে জীবন যাপন করছি।