
চন্দনাইশ প্রতিনিধি#
চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য সন্তান, মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতিসভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
গত ২ আগষ্ট সকালে প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় অংশ নেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল, চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: শাহীন হোসাইন চৌধুরী, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, এস আই নিমাই পাল প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা পর্যায়ে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। সে সাথে প্রস্তাবিত কর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।