
চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে দোহাজারীতে অসহায়- হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ ১ মে সকালে দোহাজারী হাজারী শপিং সেন্টার অফিস কার্যালয়ে চন্দনাইশ সমিতির চট্টগ্রামের উপদেষ্টা ও চন্দনাইশ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তুষার কান্তি সিংহ হাজারী এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি পীযুষ কান্তি সিংহ হাজারী, দোহাজারী শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম নির্মাণ কমিটির অর্থ সম্পাদক অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, এডভোকেট শিশির রক্ষিত, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন প্রমুখ। অসহায় – হতদরিদ্র পরিবারের মাঝে চাল, চনা, পিঁয়াজ, আটা, ময়দা, তেল, লবন, চিনিসহ ১২ কেজি করে প্রতি পরিবারের জন্য বিতরণ করা হয়।