দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে গত ৪ সেপ্টেম্বর বিকালে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরী বর্ধিত সভা উপজেলার সাবেক আহবায়ক বিষ্ণুযশা চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্ৰীব মজুমদার দোলন, বক্তব্য রাখেন সহ-সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সহ-সভাপতি উৎপল রক্ষিত, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, অমিতাভ চৌধুরী টিটু, তপন চক্রবর্তী, সত্যপদ তালুকদার বাবলা, বাবু দাশ বাবলু, রুপন কুমার সুশীল, গোপাল কৃষ্ণ ঘোষ, রূপক ঘোষ, অজিত ব্যানার্জি, প্রদীপ কান্তি হোড়, মিলন দত্ত, সৈকত দাশ ইমন, সৌরভ দাশ শুভ্র, সুভাষ দাশ, সূজন চৌধুরী, জুয়েল শীল, মিঠু তালুকদার, মিঠন দাশগুপ্ত, লিটন দাশ, রণি আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উৎপল রক্ষিত-কে আহ্বায়ক, তপন চক্রবর্তী বাবু দাশ বাবলু-কে যুগ্ম আহ্বায়ক ও রূপক কান্তি ঘোষকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিঠি ঘোষণা করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। কমিটির বাকি সদস্যরা হলেন চন্দ্রনাথ মহাজন, বিকাশ চন্দ্র দে, মাস্টার শ্রী রুপন সুশীল, সত্যপদ তালুকদার বাবলা, প্রদীপ কান্তি হোড় কেশব, সৈকত দাশ ইমন, সুবল দেব, মাস্টার শ্রী কাজল মিত্র, মিলন কান্তি দত্ত, রূপম দেব, সুভাষ কান্তি দাশ, মাস্টার রূপম পাল বাবু, সুজন চৌধুরী, অধ্যাপক সঞ্জয় দে বাপ্পা, মিঠু তালুকদার, লিটন শীল, রুবেল দাশ, বিধান দত্ত, লিটন দাশ, রনি আচার্য্য, শিমুল পাল।