নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশে কলেজ ছাত্রী তামান্না নাহিদ ইয়া ওরফে আরজু আক্তারকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার মামা নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামুর কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ এপ্রিল রাতে আরজুকে ধর্ষণের চেষ্টা শেষে হত্যা করে নাজিম। ঘটনার সময় বাধা দিতে গেলে তার নানাকেও কুপিয়ে জখম করে সে।
আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাজিমের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ চেষ্টার মামলা করেছে নিহতের পরিবার।